জামালপুর সংবাদ ডেস্ক:
জামালপুরের ইসলামপুর গ্রাম পুলিশের মাঝে রেইন কোর্ট বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১১মার্চ) উপজেলা পরিষদ চত্বরে প্রশাসন আয়োজনে ইসলামপুরে ১২টি ইউনিয়নের ১শত ৯জন গ্রাম পুলিশের মাঝে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান রেইনকোর্ট বিতরণ করেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান জানান , দূর্যোগের মাস বৈশাখে ঝড় বৃষ্টির প্রবণতা দেখা যায় বেশি। গ্রাম পুলিশ মাঠে খুব কষ্ট করে পরিষদের বিভিন্ন সেবা মূলক কার্যক্রম করেন। যার ফলে বৃষ্টি ও দূর্যোগে তাদের সেবা মূলক কাজের গতিশীল করতে উপজেলা প্রশাসনের পক্ষে আমাদের এই প্রচেষ্টা।
এসময় উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা এ.এম ডা: আবু তাহেরসহ অনেকেই উপস্থিত ছিলেন।