জামালপুরে ৪৩ তম ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশিপ-২০২৫ এর শুভ উদ্বোধন হয়েছে।
জামালপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর সার্বিক ব্যবস্থাপনায় শনিবার (১৫ মার্চ) সকাল ৮টায় বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে ৪৩ তম ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশিপ/২০২৫ এর শুভ উদ্বোধন করেন জামালপুর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম (পিপিএম)।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ইফতেখার ইউনুস, জামালপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)সাবেক পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান ও জামালপুর জেলা ক্রীড়া সংস্থা সদস্য সচিব আফরিন আক্তার মনিসহ অনেকেই উপস্থিত ছিলেন।