হৃদয় হাসান,মাদারগঞ্জ প্রতিনিধি: মাদারগঞ্জে গরু চুরি করতে গিয়ে ১১ মামলাটি মামলার আসামী শাহীন মিয়া (৪৩) নিহত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে মাদারগঞ্জের আদারভিটা এলাকায় এই ঘটনা ঘটে।
এছাড়াও চুরির কাজে ব্যাবহৃত একটি পিকাপভ্যানসহ ৭ টি মামলার আরেক আসামী আব্দুল জলিলকে (৪২) আটক করেছে পুলিশ।
নিহত চোর শাহিন মিয়া জামালপুর সদর উপজেলার নাছিরপুর গ্রামের জাহেদ আলীর ছেলে। তার বিরুদ্ধে ১টি হত্যা মামলা ও ১০টি গরু চুরির মামলা রয়েছে। পুলিশের হাতে আটক হওয়া চোর আব্দুল জলিল সদর শহরের ডাকপাড়া এলাকার মৃত আব্দুল করিমের ছেলে। তার বিরুদ্ধে গরু চুরির ৭টি মামলা রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত ৩টার দিকে মাদারগঞ্জ উপজেলার আদারভিটা এলাকায় গরু চুরির একটি পিকাপভ্যানকে ধাওয়া করে স্থানীয়রা। রাস্তায় মামদারগঞ্জ মডেল থানার টহল পুলিশ পিকাপভ্যানটি থামিয়ে আব্দুল জলিলকে চিনতে পেরে গাড়ী থেকে তাকে নামিয়ে নেন। এসময় চোরেরদল পিকাপভ্যানটি দ্রুতগতিতে সেখান থেকে চলে যায়। কিছু দূর যাওয়ার পর একটি জায়গায় পিকাপভ্যানটি রেখে পালিয়ে যায় চোরের সদস্যরা।
এদিকে মঙ্গলবার সকালে আদারভিটা ব্রীজ সংলগ্ন এলাকায় অজ্ঞাত ব্যাক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। আটক আব্দুল জলিল তার সহযোগী শাহিন মিয়ার লাশ বলে সনাক্ত করেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার মাদারগঞ্জ (সার্কেল) মো: সাইদুর রহমান জামালপুর সংবাদকে জানান, রাতে আব্দুল জলিল নামে একজনে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনী কার্যক্রম প্রক্রিয়ধীন রয়েছে। তার সহযোগী শাহিন মিয়ার মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয় । পরে ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে ।