আল মুজাহিদ বাবু,বকশীগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জে চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ ২জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
জানা যায়,সোমবার (১৭মার্চ)ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বকশীগঞ্জ সদর ইউনিয়নের সূর্যনগর পশ্চিম পাড়া এলাকার নিজ বাড়ি থেকে মৃত গফুর সরকারের ছেলে ৫নং ওয়ার্ড মেম্বার বাশর সর্দার(৪০) ও একই এলাকার মৃত মতি মিয়ার ছেলে নুহ মিয়া (২৮)কে আটক করে পুলিশ।
এ ব্যাপারে বকশিগঞ্জ থানা ওসি খন্দকার শাকে আহমেদ জানান, সোমবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সূর্য নগর নুহ মিয়ার বাড়িতে অভিযান চালালে তার গোয়াল ঘর থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। নুহ মিয়াকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় মোটরসাইকেলটি ইউপি সদস্য কাছ থেকে ক্রয় করেছে। তার তথ্য মতে সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য বাশর সর্দারকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে তাদের বিরুদ্ধে চোরাই মোটরসাইকেলটি জব্দ করে চোরাই মাল ক্রয় বিক্রয় মামলায় জামালপুর আদালতে পাঠানো হয়েছে।