হৃদয় হাসান ইকবাল,মাদারগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের চর নাংলা বাঁধের মাথা বাজারে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ৪ নং বালিজুড়ী ইউনিয়ন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথভাবে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে।
মাদারগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেনের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও মাদারগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান।
দোয়া ও ইফতার মাহফিলের বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা বিএনপির উপদেষ্টা ও মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফায়েজুল ইসলাম লাঞ্জু, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, মাদারগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুরর রহমান মোখলেস, জেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহা মো. শেখ ফরিদ, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক রবিউল ইসলাম রাসেল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান টুটুল, মাদারগঞ্জ এ.এইচ.জেড সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক শামীম আহমদ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বালিজুড়ী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মাহমুদ ।
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। এছাড়া, তারেক রহমানসহ দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া ও ইফতার মাহফিলের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দেড় হাজার নেতাকর্মী অংশ নেন।