ওসমান হারুনী,জামালপুর সংবাদ ডেস্ক:
বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় ইসলামপুর উপজেলা বেলগাছা বিএনপির নেতাকর্মীরে উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (২৩মার্চ) জারুলতলার দাখিল মাদ্রাসা মাঠে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক মন্ত্রিপরিষদ সচিব এএস এম আব্দুল হালিম।
উপজেলা বিএনপির সহসভাপতি ও বেলগাছা ইউপি সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ দানুর সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি নবী নেওয়াজ খান লোহানী বিপুল, জামালপুর জেলা বিএনপির বন ও পরিবেশ সম্পাদক জয়নাল আবেদীন সরকার, হেলাল উদ্দিন, শফিক সেলিম, রুহুল আজম লুলু, মনির খান লোহানীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভাটি সঞ্চালনা করেন ইসলামপুর উপজেলা বিএনপিরসাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুল মোমেন।