নিজস্ব প্রতিবেদক:
ঈদুল ফিতর উপলক্ষে সারা দেশের ন্যায় হতদরিদ্র মানুষের মাঝে মানবিক সহাতার জন্য বুধবার দুপুর থেকে জামালপুরের ইসলামপুর উপজেলার সাপধরী ইউনিয়নের ১হাজার ৯শ ৪৪ জন হত দরিদ্র মানুষের মাঝ ১০কেজি করে ভিজিএফএর চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
সাপধরী মন্ডলপাড়া এলাকায় যমুনা নদীর ঘাটে ভিজিএফ চাল বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সাপধরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: শাহ আলম মন্ডল।
সাপধরী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ মো: আব্দুল ওয়াদুদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ইসলামপুরের উপসহকারী কৃষি কর্মকর্তা রাশেদুজ্জামান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাপধরী ইউনিয়ন শাখার সেক্রেটারি মৌলানা ইমান আলী, সাপধরী ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাপধরী ইউনিয়ন যুবদলের সভাপতি শাহজাহান মন্ডল প্রমুখ। অনুষ্ঠানের আলোচনা পর্ব শেষে হতদরিদ্রদের মাঝে ১০ কেজি করে ভিজিএফ'র চাল বিতরণ শুরু করা হয়েছে। এই বিতরণ কার্যক্রম টানা দুইদিন চলবে বলে জানাগেছে।।