জামালপুর সংবাদ ডেস্ক:bবাংলাদেশ খেলাফত মজলিস ইসলামপুর উপজেলা শাখা গঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে ইসলামপুর উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিস ইসলামপুর উপজেলা শাখার উদ্যোগে শূরা অধিবেশন অনুষ্ঠিত হয়।
উক্ত অধিবেশনে মুফতি সোলায়মান ফরিদীর পরিচালনায় সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস ইসলামপুর উপজেলা শাখার আহ্বায়ক মুফতি আখতারুজ্জামান আনসারী।
অধিবেশনে সদস্যদের মতামতের ভিত্তিতে ২০২৫-২৬ সেশনের জন্য মুফতি আখতারুজ্জামান আনসারীকে সভাপতি ও মাওলানা মনির উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট ইসলামপুর উপজেলা শাখা গঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস জামালপুর জেলা শাখার সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মাদ আলী খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি মুখলেসুর রহমান জমিরী। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস জামালপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা সাঈদুর রহমান। আরো উপস্থিত ছিলেন জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মুফতি হিদায়াতুল্লাহ রাহমানী। সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি মাহবুবুর রহমান সাকি এবং অফিস সম্পাদক হাফেজ জাকির হোসাইন। অধিবেশনে অতিথি হিসেবে উপস্থিত থেকে দোয়া পরিচালনা করেন ইসলামপুর উপজেলা মডেল মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মুফতি ওমর ফারুক।