আজ রবিবার (৩০মার্চ) বিকালে পৌর এলাকার উত্তর কিসামতজাল্লা হাফিজ ভিলায় বিশিষ্ট কবি-সাহিত্যিক-সাংবাদিক মরহুম হাফিজ বকুলের স্মৃতি বিজড়িত হাফিজ পাঠাগারের উদ্যোগে অসহায় ও দুঃস্থদের মাঝে সেমাই, চিনি, গুড়া দুধ, তৈল, সাবান ও লবণসহ ২শত প্যাকেট ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় মরহুমের বড় ছেলে, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও হাফিজ পাঠাগারের সভাপতি শাহ্ আবির আহম্মেদ বিপুল মাস্টার বলেন সকল বৃত্তবান ও ধনাঢ্য ব্যক্তিগণ যেন অসহায়দের পাশে এগিয়ে এসে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়, আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীর খোঁজ খবর রাখেন। ঈদ মানে আনন্দ-ঈদ মানেই খুশি, সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক।
ঈদ সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন, মরহুমের স্ত্রী সুবর্ণা হাফিজ, ইসলামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ লিটন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাকিল আহম্মেদ পাপন, মোঃ আল-আমিন, পলাশ বন্দ, মোহনা টিভি সাংবাদিক ওসমান হারুনী, রফিকুল ইসলাম রঞ্জু, রোকনুজ্জামান সবুজসহ আরো অনেকে।