নিজস্ব প্রতিবেদক: জামালপুরের মেলান্দহ উপজেলার মেলান্দহ বাজারের পুরাতন মুদির দোকান ব্যবসায়ী বাদশা মিয়া ও মনসুর আলীর উপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে।
জানা যায়, গত ২৯ মার্চ শনিবার বিকালে বাদশা মিয়া ও মনসুর আলীর নিজ দোকানের সম্মুখে হামলাকারী প্রতিপক্ষ,উপজেলার কুলিয়া ইউনিয়নের ভালুকা গ্রামের মোঃ পচাঁ মিয়ার পুত্র বাজারের ব্যবসায়ী শাহিন ও লাল মিয়া গংরা শুকনা পেঁয়াজ রসুনের খোসা ইলেকট্রিক ফ্যানের বাতাসের মাধ্যমে ধুলাবালু উড়িয়ে আশপাশের পরিবেশ নষ্ট করে। বাশাদশা মিয়া ও মনসুর আলী এর প্রতিবাদ করলে তাদের ওপর শাহীন ও লাল মিয়া সহ সহোদর ছয় ভাই মিলে ক্ষিপ্ত হয়ে ফিল্মি স্টাইলে দোকানের ঝাপের লাঠি দিয়ে বাদশা মিয়া ও মনসুর আলীকে পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে আহত করে।
পরে বাদশা মিয়া ও মনসুর আলীকে আহত অবস্থায় চিকিৎসার জন্য মেলান্দহ হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে আহত বড় বাদশা মিয়া বাদী হয়ে বুধবার (২ এপ্রিল) প্রতিপক্ষ শাহীন ও লাল মিয়া গংদের বিরুদ্ধে মেলান্দহ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এব্যাপারে মেলান্দহ থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।