ইসলামপুর অফিস:
জামালপুরে ইসলামপুরে ডাকাতিসহ একাধিক মামলার আসামী সুলতান ডাকাতসহ ৭জনকে আটক করেছে ইসলামপুর থানা পুলিশ।
জানা যায়, ইসলামপুর থানার এসআই সামছুল ও জাহাঙ্গীরসহ সঙ্গীয় ফোর্স শুক্রবার সকালে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে যমুনার দূর্গম কুতুবুল্লাচর থেকে ওয়ারেন্টের আসামি সুলতান ডাকাতকে আটক করে। আটককৃত সুলতান উপজেলা কুলকান্দি ইউনিয়নের জিগাতলা গ্রামের দেলবারের পুত্র।
এছাড়াও একই দিন উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে আরও ৬জনকে আটক করে।
ক্যামশন:সুলতান ডাকাত। ছবি-জামালপুর সংবাদ
ইসলামপুর থানা অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ জানান, আটককৃতদের শুক্রবারেই জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ওয়ারেন্টের আসামী ডাকাত সুলতানের বিরুদ্ধে থানায় ডাকাতিসহ একাধিক মামলার রয়েছে।