1. live@jamalpursangbad.com : জামালপুর সংবাদ : জামালপুর সংবাদ
  2. info@www.jamalpursangbad.com : জামালপুর সংবাদ :
সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ০৬:৪৪ অপরাহ্ন

গাজায় গণহত্যার প্রতিবাদে মাদারগঞ্জে উত্তাল জনতা

  • প্রকাশিত: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১ বার পড়া হয়েছে

হৃদয় হাসান, মাদারগঞ্জ প্রতিনিধি:

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে জামালপুরের মাদারগঞ্জে হাজারো মানুষের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭এপ্রিল) দুপুরে বালিজুড়ী বাজার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে শুরু হয়ে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে চৌরাস্তার মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

‘ইসলামপ্রিয় তাওহীদি জনতা, মাদারগঞ্জ’ ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ইমাম, খতিব, শিক্ষক-শিক্ষার্থী ও ধর্মপ্রাণ সাধারণ মানুষ। বিক্ষোভে অংশগ্রহণকারীরা ‘ইসরায়েল নিপাত যাক’, ‘ফিলিস্তিন মুক্তি পাক’, ‘তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন’, ‘বিশ্ব মুসলিম ঐক্য গড়’—এমন ধ্বনিতে প্রকম্পিত করেন পুরো এলাকা।

সমাবেশে সঞ্চালনা করেন সাইফুল ইসলাম সামি। বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা নুরুল আমিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল, উপজেলা জামায়াতের সেক্রেটারি ফরহাদ হোসেন, পৌর জামায়াতের আমির মাওলানা আতিকুর রহমান সেলিম, যুবদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, হেফাজতে ইসলামীর সহ-সভাপতি মাওলানা নুরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, মুফতি আব্দুল মান্নান, মাওলানা সাইফুল্লাহ, আশরাফ আলী ও এনসিপি নেতা লেমন মিয়া।

বক্তারা বলেন, গাজা ও রাফা সীমান্তে ফিলিস্তিনিদের উপর নির্বিচার হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল, যা মানবতার বিরুদ্ধে এক জঘন্য অপরাধ। তারা পশ্চিমা বিশ্বের নীরবতা ও দ্বিচারিতার সমালোচনা করে বলেন, মানবাধিকার রক্ষার বুলি কপচানো দেশগুলো আজ নির্লিপ্ত দর্শক। বক্তারা অবিলম্বে গণহত্যা বন্ধের আহ্বান জানান এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

শান্তিপূর্ণ এই কর্মসূচিতে হাজারো মানুষের উপস্থিতি প্রমাণ করে মাদারগঞ্জবাসী নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট