শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে ইসলামপুর উপজেলা শাখা জামায়াতে ইসলামী কার্যালয়ে সদস্য ফরম পূরণের মাধ্যমে জামায়াতে ইসলামীতে দলে যোগ দেন।
এ সময় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চলের পরিচালক ড. সামিউল হক ফারুকীসহ উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ড. সামিউল হক ফারুকী জামায়াতের পক্ষ থেকে আলী হোসেনকে স্বাগত জানিয়ে ইসলামী রাজনীতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং নবযোগদকৃত
আলী হোসেনকে কয়েকটি দলীয় প্রকাশনা হস্তান্তর করেন।
জানা যায়, আলী হোসেন ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের বাসিন্দা। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক, যুবদল ও ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি উপজেলা বিএনপির ৪ নম্বর সহ-সভাপতি দায়িত্বে ছিলেন। স্থানীয় রাজনৈতিক মহলে তিনি একজন অভিজ্ঞ, পরিশ্রমী ও আদর্শনিষ্ঠ নেতা সাবেক এমপির পিএস হিসেবে পরিচিত।
দলত্যাগ ও নতুন যাত্রা প্রসঙ্গে আলী হোসেন জানান, “আমি দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে ইসলামি রাজনীতির প্রতি আমার বিশ্বাস ও আগ্রহ ক্রমেই গভীর হয়েছে। জামায়াতের নীতিনিষ্ঠ কর্মকাণ্ড, আদর্শ ও শৃঙ্খলা আমাকে দারুণভাবে আকৃষ্ট করেছে। সেই কারণেই আমি জামায়াতে ইসলামীর পতাকা তলে যোগ দিলাম”।
উল্লেখ্য যে,জামালপুরের ইসলামপুর উপজেলার রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন বিএনপির দীর্ঘদিনের এক বলিষ্ঠ নেতা। তিন দশকেরও বেশি সময় বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন এই নেতা।